ভারতের চাঁদের মাটিতে পা রাখার গৌরবগাঁথা আরও একবার জীবন্ত হয়ে উঠল তুলির টানে। জি-২০ এর মঞ্চে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি গিয়েছেন সারাদেশের নানা প্রান্তের অনেক শিল্পী। গিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মধুবনী শিল্পী শান্তি দেবী।
ভেষেজ, প্রাকৃতিক রং দিয়ে সাদা পাতায় ফুটিয়ে তুললেন চন্দ্রযান ৩-এর চাঁদের উদ্দেশে পাড়ি দেওয়ার ঘটনা।
আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে গর্বিত, শান্তি দেবী, জানিয়েছেন সংবাদমাধ্যমকে।