জল গরম করার গিজার থেকে গ্যাস লিক। আর তার ফলেই প্রাণ হারালেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ারাতে। ওই দম্পতির ৫ বছর বয়সী সন্তানও ওই সময় বাথরুমে ছিল। তাকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু, কীভাবে ঘটল এমন ঘটনা? পুলিশ জানাচ্ছে, শীতলা অষ্টমী উপলক্ষে সন্তান-সহ রং খেলছিলেন ওই দম্পতি। ওই সময়েই গ্যাস লিক করে যায় গিজার থেকে।
বাথরুমের দরজা আটকে ওই খেলায় রত তিনজন বুঝতেই পারেননি কীভাবে গ্যাস ছড়িয়ে পড়ছে চারিদিকে। যতক্ষণে বুঝতে পারেন, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। প্রচুর ডাকাডাকির পর দরজা না খোলায় তাঁদের পরিবারের অন্য সদস্যরা প্রায় ২ ঘণ্টা বাদে দরজা ভেঙে ওই তিনজনকে উদ্ধার করেন।