বুধবার সুপ্রিম কোর্ট হিন্ডেনবার্গ মামলায় 'সিট' গঠনের দাবিকে উড়িয়ে দিয়ে 'সেবি'-র ওপর ভরসা করার কথাই জানানোর পরেই নীরবতা ভাঙলেন গৌতম আদানি। বললেন, এই রায়ের ফলে সত্যের জয় হল। এছাড়া, এই মামলা চলাকালীন যাঁরা আদানি গ্রুপের পাশে ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানান গৌতম আদানি। নিজের 'এক্স' অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে তিনি লেখেন- 'সুপ্রিম কোর্টের রায় বোঝাল, সত্যের জয় হয়েছে। সত্যমেব জয়তে।' তিনি আরও লেখেন- 'যাঁরা এই লড়াইতে আমাদের পাশে ছিলেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। ভারতের উন্নতিকল্পে আমাদের লড়াই জারি থাকবে। জয় হিন্দ।'
উল্লেখ্য, বুধবার আদানি-হিন্ডেনবার্গ মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলায় বহাল থাকবে সেবির তদন্ত। আগামী তিন মাসের মধ্যে সেবিকে এই ব্যাপারে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয়। এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্ত হস্তান্তরের এখনও সময় আসেনি। তাই সেবি যেমন তদন্ত করছে, তেমনই তদন্ত চালিয়ে যাবে।
এদিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এই মামলায় এখনও পর্যন্ত ২২টি অভিযোগের মধ্যে ২০টি অভিযোগের তদন্ত করছে সেবি। এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে, এই ব্যাপারে তদন্ত দ্রুতই সম্পন্ন হয়েছে। তাই বাকি দুটি মামলার তদন্ত সেবিকেই দেওয়া হল। এবং তাদের নির্দেশ দেওয়া হল, আগামী তিন মাসের মধ্যেই বাকি দুটি অভিযোগের মীমাংসা করতে।