ডাক্তারদের গ্রাম (Doctors Village) । যেখানে বসবাসকারী অধিকাংশই চিকিৎসক । ভাবছেন, এমন গ্রাম আবার কোথায় আছে ? ভারতেই । হ্যাঁ ঠিকই পড়ছেন ।
মহারাষ্ট্রের (Maharashtra) ঘারিভালি গ্রামই ভারতের ডাক্তারদের গ্রাম নামে পরিচিত । যেখানে বসবাসকারী ৩০টি পরিবারের মধ্যে ২০টিতেই রয়েছেন এমবিবিএস ডিগ্রিধারী । এছাড়া, আরও পাঁচটি পরিবারেও ডাক্তারি নিয়ে পড়াশোনা চলছে । শেষ হলেই আরও কয়েকজন নতুন ডাক্তার তৈরি হবে গ্রামে ।
আরও পড়ুন, Covid-19 : ইংল্যান্ডে দ্রুত ছড়াচ্ছে করোনার নয়া রূপ,রাজ্যগুলিকে পরীক্ষা বাড়ানোর পরামর্শ কেন্দ্রের
একসময় ঘাড়িভালির মতো প্রত্যন্ত গ্রাম থেকে প্রথম চিকিৎসক হয়েছিলেন ডাঃ সঞ্জয় পাটিল । জানা গিয়েছে, তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন গ্রামের বেশিরভাগ ডাক্তার । হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, চিকিৎসক পাটিলের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে, ঘারিভালির বেশিরভাগ ডাক্তার স্থানীয় স্কুল থেকে স্নাতক হয়েছেন এবং তারপরে উচ্চ শিক্ষার জন্য উদ্যোগী হয়েছেন ।
মুম্বইয়ের উপকণ্ঠে অবস্থিত ঘারিভালির অন্তত ৫ কিলোমিটার দূরে তার নিকটতম বেসরকারি হাসপাতাল রয়েছে । ডাক্তার পাটিল জানাচ্ছেন, এই পেশা কত সুন্দর ! আপনি একই সময়ে অর্থ, সম্মান এবং আশীর্বাদ উপার্জন করতে পারেন । তিনি জানান, তাঁর পরিবারে আরও অন্তত ৫ জন চিকিৎসক রয়েছেন।