Jharkand Crime News:বন্ধুত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় কিশোরীকে পুড়িয়ে খুনের অভিযোগ, ১৪৪ ধারা জারি দুমকায়

Updated : Sep 05, 2022 13:52
|
Editorji News Desk

ফোনে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছিলেন যুবক । কিন্তু, সেই প্রস্তাব ফিরিয়ে দেয় কিশোরী । আর তার পরিণাম হল ভয়ঙ্কর । বাড়ি এসে পেট্রল ঢেলে কিশোরীকে (Girl burnt to death) আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ।  দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মৃত্যুতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের দুমকায় (Jharkhand Crime News)। দোষীর শাস্তির দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছেন স্থানীয়রা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। অভিযুক্তকে গ্রেফতার করছে পুলিশ।

ঘটনাটি ঘটে ২৩ অগাস্ট । জানা গিয়েছে, সেদিন ঘুমাচ্ছিল ওই কিশোরী । সেইসময় অভিযুক্ত শাহরুখ নামে ওই যুবক তরুণীর গায়ে ঘরের জানলা দিয়ে পেট্রল ঢেলে তাকে জ্বালিয়ে দেন বলে অভিযোগ । শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় ওই কিশোরীর । তাকে প্রথমে ভর্তি করা হয় দুমকার (Jharkhand Crime) ফুল ঝানো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । পরে তাকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয় । রবিবার রাতে তার মৃত্যু হয় । এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । 

আরও পড়ুন, Nadia Crime News : নদিয়ায় সৎ বাবাকে দা দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ, অল্পের জন্য বাঁচল মা, আটক ছেলে
 

মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুয়ে বয়ান দিয়েছিল ওই কিশোরী । তা বয়ান অনুযায়ী, দিন দশেক আগে একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাকে বন্ধুত্বের প্রস্তাব দেওয়া হয় । সে রাজি হয়নি । পরে গত সোমবার আবার রাত আটটার দিকে ফোন আসে । এ বার বন্ধুত্ব না করলে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । ভয় পেয়ে বাবাকে সব কথা খুলে বলে ওই কিশোরী । বাবা তাকে আশ্বস্ত করে বলেন পরের দিন অর্থাৎ মঙ্গলবার প্রয়োজনে ওই যুবকের বাড়ির লোকের সঙ্গে কথা বলবেন । এর পর রাতে খাবার খাওয়ার পর নিজেদের ঘরে সবাই ঘুমোতে চলে যান।

কিশোরী আরও বলে, "মঙ্গলবার সকালে পিঠে তীব্র ব্যথা অনুভব করি । পোড়া গন্ধ পাই। চোখ খুলতেই দেখি, ওই যুবক পালাল । আমি চিৎকার শুরু করি । আমার সারা গায়ে তখন আগুন ধরে গিয়েছে । বাবা-মা এসে আগুন নেভানোর চেষ্টা করে । পরে তাঁরা হাসপাতালে নিয়ে আসে ।’’ 

Murdercrimejharkhand

Recommended For You

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন