ভিডিয়ো ভাইরাল হওয়ার জন্য দিল্লি মেট্রোই ভরসা। কখনও দম্পতিরা চুম্বন খাচ্ছেন। কখনও বা মেট্রোর ভিতরে চলছে উদ্দাম নাচ। মেট্রো কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও ফের ভাইরাল আরও একটি নাচের ভিডিয়ো। প্ল্যাটফর্মকেই মঞ্চ বানিয়ে নাচতে দেখা যায় একটি মেয়েকে।
দিল্লির ভায়োলেট লাইন মেট্রোয় ঘটনাটি ঘটেছে। দেখা যায়, একটি মেট্রো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তার ভিতর থেকে নাচতে নাচতে বেরোতে দেখা যায় মেয়েটিকে। তার অদ্ভুত নাচের ভঙ্গিমা। মেট্রো থেকে প্ল্যাটফর্মে নেমে ফের নাচতে শুরু করেন। তার পাশ থেকেই যাত্রীরা যেতে থাকে। অন্য একজন এই নাচটি ভিডিয়োটি করে।
ভিডিয়োটি ১৪ সেকেন্ডের। ক্যামেরায় ফোকাস করার জন্য অদ্ভুত নাচের স্টেপ করতে দেখা যায় ওই মহিলাকে।