ধর্ষণের চেষ্টায় (Rape Attempt) তাড়া করেছিল পাঁচ জন। সম্ভ্রম বাঁচাতে স্কুলের ছাদ থেকে ঝাঁপ কিশোরীর। ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরে (Odisha)। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই কিশোরীকে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক। পাঁচ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরী ওড়িশার কেওনঝড়ের বাসিন্দা। রবিবার রাতে ভাইয়ের সঙ্গে দিদির বাড়ি যাচ্ছিল। বাস থেকে নামার পর বৃষ্টি শুরু হয়। একটি স্কুলে আশ্রয় নেওয়ার পরামর্শ দেয় পাঁচ জন। সেই মতো একটি স্কুলে আশ্রয় নেয় ভাই আর বোন। অভিযোগ, কিছুক্ষণ পর কিশোরীর ভাইকে বেধড়ক মারধর করে ওই পাঁচ অভিযুক্ত। সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এরপরই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। সম্ভ্রম বাঁচাতে স্কুলের ছাদ থেকে ঝাঁপ দেয় কিশোরী।
আরও পড়ুন: মেটাল ডিটেক্টরে ‘বিপ’ শব্দ হওয়ায় ছাত্রীদের ব্রা খোলার নির্দেশ, মামলা রুজু কেরালা পুলিশের
নির্যাতিতা কিশোরীর ভাইয়ের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে যান। তারাই পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের।