জাতীয় শিক্ষানীতি(NEP 2020) রূপায়ণে আরও একধাপ এগোলো গুজরাট সরকার (Gujarat Government)। সেখানে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হল ‘ভগবত গীতা’ (Bhagavad Gita)। জানা গেছে, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হবে ‘ভগবত গীতা’।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য বিজেপির নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattachaya)। গীতা কোনও ধর্মগ্রন্থ নয়, এটা একটা দর্শন। সারা বিশ্ব একথা মানে। পাঠ্যসূচিতে থাকলে অসুবিধা কোথায়? মন্তব্য রাজ্য বিজেপির(BJP) মুখপাত্রের।
আরও পড়ুন- The Kashmir Files: 'দ্যা কাশ্মীর ফাইলস' নিয়ে বিতর্কিত টুইট যশোবন্ত সিনহার, সমালোচকদের জেলের নিদান
জাতীয় শিক্ষানীতি ২০২২-এর অধীনে চলতি বছরের জুন মাস থেকে এই নয়া পাঠ্যসূচি চালু হবে। বৃহস্পতিবার গুজরাট বিধানসভায়(Gujarat Assembly) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী জিতু বাঘানি(Education Minister Jitu Vaghani)। তিনি বলেন, “স্কুল পড়ুয়াদের গীতা(Gita) এবং গীতার শ্লোকের মর্মার্থ সম্পর্কে বোধ থাকা জরুরি।”