গোয়াতে আসন্ন বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) থেকে প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেন তৃণমূল প্রার্থী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)। শুক্রবার একটি সাংবাদিক বৈঠক করে তিনি নিজেই প্রার্থীপদ তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি নতুন মুখদের তুলে আনার ব্যাপারে উৎসাহী। তাঁর জায়গায় ফাতোরদা (Fatorda) কেন্দ্র থেকে লড়াই করবেন নতুন প্রজন্মের এক মহিলা প্রার্থী।
আরও পড়ুন: গোয়ায় নির্বাচনী প্রচারে মুখ মমতা, রবিবার গোয়া যাবেন অভিষেক
তবে, প্রার্থীপদ প্রত্যাহার করে নিলেও, তিনি যে গোয়া জুড়ে তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচার চালাবেন, সে কথাও স্পষ্ট করে দেন ফালেইরো (Luizinho Faleiro)।
প্রসঙ্গত, গত বছরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূলে এসেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)।
তৃণমূলে যোগ দিয়ে এই বর্ষীয়ান নেতা বলেছিলেন, ভাঙাচোরা কংগ্রেসকে (Congress) পুনরায় একজোট করতেই তাঁর তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একটি টুইট (Abhishek Banerjee tweet) করে কংগ্রেসকে কটাক্ষ করে লিখেছিলেন, টুইট করে দল চালানো যায় না। তার জন্য রাস্তায় নামতে হয়।
নবান্নে যোগদান অনুষ্ঠানে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন গোয়ার ৭ বারের বিধায়ক ও ২ বারের মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো (Luizinho Faleiro)।