Google Chrome ব্যবহারকারীদের সতর্ক করল ভারত সরকার। উইন্ডোজ, ম্যাক বা লিনাক্স সিস্টেমে যাঁদের 119.0.6045.123 ভার্সনের ক্রোম রয়েছে তাঁদের সিস্টেমে একাধিক ঝুঁকি রয়েছে। ক্রোমের এই গলদগুলি ধরতে পেরেছে কেন্দ্রের অধীনস্থ দ্যা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। কম্পিউটার বিশেষজ্ঞরা জানিয়েছেন,ক্রোমের এই গলদগুলির জন্য অপরাধীরা সহজেই যে কোনও কম্পিউটারে হানা দিতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ক্রোমের অডিও কনটেন্টে ইউজ আফটার ফ্রি মডেলে বেশ কিছু ত্রুটি রয়েছে। সেকারণেই সাইবার অপরাধীরা খুব সহজেই যেকোনও ওয়েবসাইটের মাধ্যমে যে কোনও সিস্টেমে ম্যালওয়ার ইনজেস্ট করাতে পারে। এর সমাধান পেতে অতি দ্রুত গুগল ক্রোম আপডেটের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সমস্যা থেকে সমাধানের জন্য অতি দ্রুত ক্রোম আপডেট করতে হবে। তা না হলে ব্যাঙ্কিং তথ্য, লোকেশন সহ একাধিক তথ্য সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।