গাড়ি, বাইক কিংবা হেঁটে। অচেনা রাস্তা দিয়ে গন্তব্যে পৌঁছতে একমাত্র ভরসা গুগল ম্যাপ। কিন্তু এই ম্যাপই কাল হল দুই যুবকের জন্য। ম্যাপ দেখে এগোতে গিয়ে অজান্তেই গাড়ি নিয়ে নদীতে নেমে পড়লেন তাঁরা। শেষ পর্যন্ত কোনও মতে রক্ষা পেয়েছেন ওই দুই যুবক। ঘটনাটি ঘটেছে কেরলের কাসারাগোড়ের। এই ঘটনার পরেই প্রশ্ন উঠেছে গুগল ম্যাপের বিশ্বাসযোগ্যতা নিয়ে।
জানা গিয়েছে, কেরলের ওই দুই যুবক গুগল ম্যাপ দেখে হাসপাতালে যাচ্ছিলেন। ওই ম্যাপেই দেখায় বর্ষার জলে ফুঁসতে থাকা পলঞ্চি নদীর উপর দিয়ে রাস্তা রয়েছে। ওই রাস্তা ধরে এগোতে গিয়েই গোল বাধে। রেলিংহীন দুর্বল সেতুতে গাড়ি তুলতেই নদীর জলের তোড় গাড়িটি ভাসিয়ে নিয়ে চলে যায়।
ভাগ্যক্রমে কিছুদুর যাওয়ার পরেই একটা গাছের ডালে আটকে যায় গাড়িটি। কোনও মতে সাহায্য চেয়ে ফোন করেন তাঁরা। পুলিশ এসে দু'জনকে উদ্ধার করেন। গাড়িটিও উদ্ধার করা সম্ভব হয়েছে। গুগল অবশ্য জানিয়েছে, এমন হওয়ার কথা নয়। প্রতি সেকেন্ডে আপডেট করা হয় ম্যাপ।