সম্পত্তি ক্রমশ ফুলেফেপে উঠছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির। এবার টপকে গেলেন এই কিছু দিন আগে পর্যন্ত থাকা বিশ্বের ধনীতম ব্যাক্তি বিল গেটসকে। বিশ্বের ধনীদের মধ্যে চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি।
বৃহস্পতিবার ফোরবেস রিয়্যাল-টাইম কোটিপতিদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ভারতীয় শিল্পপতি। গৌতম আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ লক্ষ ২১ হাজার কোটি টাকা.
বিল গেটসের সম্পত্তির পরিমাণ রয়েছে ৮ লক্ষ ৩০ হাজার কোটি টাকা । আর তালিকায় ১০ নম্বরে রয়েছেন রিল্য়ায়ান্স জিও-র মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ১৮ হাজার কোটি টাকা। আর এই তালিকার শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১৯ লক্ষ কোটি টাকার।