আগামী ১৫ দিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীদের জন্য নতুন নির্দেশিকা আনতে চলেছে কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় অর্থের বিনিময়ে কোনও ব্র্যান্ডের প্রচার করলে অবশ্যই সেই প্রচারের আগে ডিসক্লেমার দিতে হবে। বিভিন্ন ই-কমার্স সাইটগুলিতে নকল রিভিউয়ের ভুরিভুরি অভিযোগ আসার পরেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ক্রেতা সুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এই ধরনের জাল রিভিউ বন্ধ করার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নতুন নির্দেশিকা আনার পর সোশ্যাল মিডিয়ায় কোনও পণ্যের প্রচার করলে তার আগে ডিসক্লেমার দেওয়া বাধ্যতামূলক হয়ে যাবে। সংশ্লিষ্ট ব্যক্তি যে ওই পণ্যের সঙ্গে কোনওভাবে যুক্ত, সে কথা স্পষ্টভাবে জানাতে হবে ওই প্রচারের ডিসক্লেমারে।
কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক থেকে কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পণ্যের বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকা সহ 'কী কী করা যাবে' এবং 'কী কী করা যাবে না' সেই বিষয়েও চূড়ান্ত তালিকা পাঠাবে কেন্দ্র।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় কোনও পণ্যের জাল রিভিউ দেখে তা কিনতে গিয়ে ঠকেছেন দেশের বহু ক্রেতা। তা নিয়ে এতদিন অজস্র অভিযোগও জমা পড়েছে ক্রেতা সুরক্ষা আইনের মাধ্যমে।
এবার সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে বহু ক্রেতা প্রকৃত অর্থেই 'সুরক্ষা' পাবেন, এমনটাই আশা করা যায়।