আরও জটিল ভারত-কানাডা সম্পর্ক। এবার কানাডার নাগরিকদের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিল বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ থাকবে। কূটনৈতিক মহলের মতে, খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনার জেরেই দু দেশের মধ্যে উত্তেজনার এই পারদ চড়ল।
এই পরিস্থিতির মধ্যেই কানাডার খুন হয়েছে পঞ্জাবের গ্যাংস্টার সুখা দুনে। তার খুনের ঘটনায় এবার দায় নিল লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেল থেকে বসেই সুখাকে খুন করার সুপারি দেওয়া হয়েছিল। সুখাকে মোস্ট ওয়ান্টেডের তালিকাভুক্ত করেছিল এনআইএ।
এই ব্যাপারে ট্রুড সরকাকেও ইতিমধ্যেই জানিয়েছিল এনআইএ। যদিও ভারত-কানডা সম্পর্কের মধ্যে বরফ গলাতে এবার মার্কিন সরকারের সাহায্য চেয়েছে দিল্লি। কারণ, ট্রুডো সরকার অভিযোগ করছে নিজ্জর খুনের পিছনে রয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা র। তারপর থেকেই হঠাৎ গরম দিল্লি-ওটোয়া সম্পর্ক।