আশঙ্কা ও উদ্বেগ আগেই ছিল। মনে জমেছিল আতঙ্ক। ফোনে কথাও হয় বাড়ির সঙ্গে। কিন্তু কেন্দ্রীয় সরকার (Govt Of India) মৃত্যুর খবর ঘোষণা করার পর আর সামলাতে পারেনি। কান্নায় ভেঙে পড়ে পরিবার। ইউক্রেনের খারকিভ (Ukraine Crisis) শহরে ডাক্তারি পড়তে গিয়ে প্রাণ হারালেন কর্নাটকের ছেলে নবীন।
যুদ্ধ পরিস্থিতিতে (Russia Ukraine War) বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন নবীন। কিন্তু জল ও খাবার মজুত ছিল না। তাই খাবার ও আরও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে একটি দোকানে লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। আচমকা মিসাইল আছড়ে (Rocket Attack) পড়ে ওই এলাকায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine Conflict) বলি হন ভারতীয় ছাত্র। মঙ্গলবার তাঁর পরিবারকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পরিবারের পাশে দাঁড়ান কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও (Basavaraj Bommai)।
আরও পড়ুন: ইউক্রেন থেকে ঘরে ফিরলেন বালির মেয়ে অন্বেষা, প্রশাসনকে ধন্যবাদ জানাল পরিবার
কর্নাটকের হাভেরি জেলার বাসিন্দা নবীন। ইউক্রেনের খারকিভে ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে ডাক্তারি পড়তে যান তিনি। এদিন খবরটা পাওয়ার পর থেকে তাঁর বাড়ির সামনে ভিড় বাড়তে থাকে। পরিবার এখনও বিশ্বাস করতে পারছেন না, যে তাঁর ছেলে নেই। সরকারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর জানানোর এক ঘণ্টার মধ্যে পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বেঙ্গালুরুতে বিজেপি সাংসদরা তাঁর পরিবারের সঙ্গেও দেখা করেন। কর্নাটকের মুখ্যমন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে চিনতেন নবীনের পরিবারকে।