রাষ্ট্রের মদতে আইফোন হ্যাক করার চেষ্টা করছে হ্যাকাররা। এমনই অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সেখানে অ্য়াপেলের তরফে পাঠানো একটি মেসেজের স্ক্রিনশটও পোস্ট করেন তিনি । কেন সেই বার্তা পাঠানো হল তা জানতে এবার তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার।
একটি সাংবাদিক বৈঠক করে তদন্তের বিষয়টি জানান কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও এর পাশাপাশি বিরোধীদের কটাক্ষও করেছেন। তাঁর পালটা অভিযোগ, কেন্দ্রকে আক্রমণের কোনও বড় কারণ খুঁজে পাচ্ছে না বিরোধীরা। সেকারণে হ্যাকিং নিয়ে সুর চড়াচ্ছেন। যদিও এর সঙ্গে মন্ত্রী জানিয়েছেন, আরও অন্তত ১৫০টি দেশে ওই মেসেজ পাঠানো হয়েছে।
Read More- আইফোন হ্যাক করার 'চেষ্টা' করছে কেন্দ্র, অ্যাপল থেকে বার্তা পেলেন মহুয়া মৈত্র
কী রয়েছে অ্যাপেল-এর সতর্কবার্তায় ? মহুয়া যে স্ক্রিনশট পোস্ট করেছেন, সেখানে লেখা রয়েছে, 'রাষ্ট্রপরিচালিত হ্যাকারেরা আপনাকে ‘টার্গেট’ করেছে। অ্যাপ্ল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে ।" এর ফলে মহুয়ার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও হ্যাকরদের হাতে চলে যাবে ।