পশ্চিমবঙ্গ (West Bengal) ও অসমে (Assam) এখনও পর্যন্ত বন্যায় (Flood) মৃত্যু হয়েছে ৪ হাজারের বেশি । বৃহস্পতিবার লোকসভায় গত ২১ বছরের পরিসংখ্যান তুলে ধরে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার । একইসঙ্গে জানানো হয়েছে, বন্যায় (Assam and West Bengal Flood) ক্ষতির পরিমাণও কয়েক কোটি ।
লোকসভায় একটি প্রশ্নের জবাবে, জলশক্তির প্রতিমন্ত্রী বিশ্বেশ্ব টুডু এটি তথ্য প্রদান করেছেন । যেখানে দেখানো হয়েছে, ২০০২ সাল থেকে পশ্চিমবঙ্গ ও অসমে শুধু বন্যায় ৪,২০০ জনের মৃত্যু হয়েছে ।
তথ্য অনুযায়ী, ২০০২ সাল থেকে বন্যার কারণে ৪২০০ জনের মধ্যে অসমের ১৫০০ জন প্রাণ হারিয়েছেন এবং পশ্চিমবঙ্গের ২,৭২২ জনের মৃত্যু হয়েছে ।
আরও পড়ুন, Manipur Violence : মণিপুরে দুই মহিলার উপর অত্যাচারের ভিডিও তোলায় গ্রেফতার এক
গত ২১ বছরে মোট ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে ৮০ হাজার কোটির বেশি । তার মধ্যে অসমে ক্ষতি হয়েছে ১৬,৩৪৬ কোটি । আর বাংলার ৬৪ হাজার ৭২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।