জন্মাষ্টমীর (Janmashtami 2022) আগে দারুণ খবর! মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত জলসফরের স্বপ্ন এবার সত্যি হবে। দুই তীর্থস্থানের মধ্যে ক্রুজ পরিষেবা (Cruise Service) চালু করতে চলেছে কেন্দ্র। যমুনার দুধারের শোভা উপভোগ করতে করতে দর্শনার্থীরা পৌঁছে যাবেন কৃষ্ণের জন্মভূমিতে (krishna Janmobhumi)।
কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, কিছু দিনেই মথুরা আর বৃন্দাবনের মধ্যে চালু হবে লঞ্চ পরিষেবা। ক্রুজ পরিষেবা চালু হলে আগ্রা ঘুরতে যাওয়ার পথেও অনেক পর্যটক আসবেন মথুরা-বৃন্দাবনে (Mathura Vrindavan), মনে করছে কেন্দ্র।
এই প্রসঙ্গে, জাহাজ পরিবহণমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল (Sarvananda Sonowal) বলেন, ‘‘যমুনায় জলপথ উন্নয়ন করার পরিকল্পনা হচ্ছে। কাজ হয়ে গেলে গোকুল, মথুরা ও বৃন্দাবনের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।’’
Janmashtami Recipe: জন্মাষ্টমী-তে তালের বড়া খাওয়ার খুব সাধ? জেনে নিন রেসিপি
তবে, এই জন্মাষ্টমীতে তা হচ্ছেনা। আগামী শুক্রবার, ১৮ অগাস্ট সারা দেশজুড়ে পালিত হবে শ্রী কৃষ্ণের জন্মতিথি। পৌরাণিক মতে, পাঁচ হাজার বছর আগে ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী (Janmashtami) পালন করার প্রথা চলে এসেছে।। জন্মাষ্টমী উপলক্ষে ভক্তরা তাদের ঘরবাড়ি এবং মন্দিরগুলিকে ফুল দিয়ে সাজিয়ে তোলে।, উপবাসে থেকে পরিবারের মঙ্গল কামনা করেন।