দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না বর । যা শুনেই রীতিমতো অবাক ও ক্ষুব্ধ হয়েই বিয়ে ভাঙল কনে । শুধু তাই নয়, ওই বিয়ের মণ্ডপেই বরের ভাইয়ের গলায় মালা দিলেন তিনি । এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে ।
বিয়ের একরকম আচার-অনুষ্ঠানের নাম খিচড়ি । সেই অনুষ্ঠান চলাকালীন শ্যালিকারা মজা করে বরকে প্রধানমন্ত্রীর নাম জিজ্ঞেস করে । কিন্তু, এই সহজ প্রশ্নে উত্তরই দিতে পারেননি বর । যে দেশের প্রধানমন্ত্রীর নাম জানে না, এত সহজ প্রশ্নের উত্তর জানে না, তাঁর সঙ্গে বিয়ে করার কথা ভাবতেই পারেন না কনে । বরের ভাই প্রশ্নের উত্তর দেওয়ায়, তাঁর গলাতেই মালা পরাতে রাজি বলে জানান কনে । তারপর দেওরের সঙ্গেই বিয়ে হয়ে যায় তাঁর ।
বিষয়টি এখানেই থেমে থাকেনি । অভিযোগ,মেয়েটির পরিবারের লোকজন ছেলেটির পরিবারের উপর চাপ সৃষ্টি করে এবং পরদিনই মেয়েটিকে বিদায় করে দেয় । মেয়েটির পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিকটবর্তী থানায় অভিযোগও জানায় ছেলেটির পরিবার ।