এবার GST-কে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্য়াক্টের আওতায় নিয়ে এল কেন্দ্রীয় সরকার। গত ৭ জুলাই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার। সেখানে এই ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, ২০০৬ সালে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই বিজ্ঞপ্তি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানেই জানানো হয়েছে এবার থেকে GST-কে PMLA-র আওতাধীন করা হচ্ছে। এই সংশোধনের ফলে জি এস টি, ED এবং অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির মধ্যে তথ্য আদানপ্রদান করতে সুবিধা হবে।