গুজরাতে আচমকা সেতু ভেঙে কমপক্ষে মৃত্যু ৪০ জনের। রবিবার সন্ধেয় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। ৫ দিন আগে সেতুটি সংস্কার করা হলেও শেষ রক্ষা হয়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ ১৪০ বছরের পুরনো এই ব্রিজ ২৬ অক্টোবর পুনরায় চালু করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপ্রেন্দ্র পটেলকে উদ্ধার কার্যে গতি আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। মৃতদের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে দুর্ঘটনার সময় ব্রিজে ছিলেন শতাধিক মানুষ। গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বহুজন নদীতে তলিয়ে গিয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। মেরামতির ৪ দিনের মাথায় ব্রিজ ভেঙে পড়ায় কাঠগড়ায় প্রশাসন।