ক্লাবে জন্মদিন পালন করতে গিয়েছিলেন ক্লাবেরই মালিক (Club Owner)। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন মহিলা। পরের দিন সকালে ওই ব্যক্তি এবং এক মহিলার মৃতদেহ উদ্ধার (Mysterious death) ঘর থেকে। বাকি দু'জনকে উদ্ধার করা হয়েছে সংজ্ঞাহীন অবস্থায়। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে (Gurugram)।
সূত্রের খবর, ডিএলএফ ফেস থ্রি ক্লাবে শনিবার রাতে জন্মদিন পালন করতে গিয়েছিলেন সঞ্জীব জোশি নামে ওই ব্যক্তি। তিনি ওই ক্লাবের মালিক। তাঁর সঙ্গে ছিলেন আরও তিন মহিলা। ক্লাবের একটি ঘরে তাপমাত্রা বৃদ্ধির জন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়। ওই ঘরেই রাত কাটান চারজন। খাবারও অর্ডার করেন।
পরদিন সকালে কর্মীরা চারজনকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। ততক্ষণে মারা গিয়েছেন মালিক সঞ্জীব এবং এক মহিলা। বাকি দু'জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের।
আরও পড়ুন- মারধরের পর ছাত্রকে দোতলার বারান্দা থেকে ফেলে দিলেন শিক্ষক, মৃত্যু ১০ বছরের বালকের
সঞ্জীব এবং ওই মহিলার কিভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বন্ধ ঘরে আগুন জ্বালানোর ফলে ধোয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁদের। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মৃতদেহ দুটি। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।