হাসপাতালে যাওয়ার পথে গাড়ি আটকে গেল তুমুল যানজটে। আর সেখানেই প্রসব করলেন এক অন্ত্বঃসত্ত্বা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। জানা গিয়েছে, প্রসববেদনা ওঠার পর এক প্রতিবেশির সঙ্গে বেলা বারোটার সময় নিজের জ্যাকবপুরার বাড়ি থেকে। কিন্তু, পথেই হয় বিপত্তি! সরকারি হাসপাতালে যাওয়ার সময় সেক্টর ১০-এর কাছে তাঁদের গাড়ি আটকে যায় যানজটে।
প্রবল প্রসববেদনা নিয়েই দুপুর বারোটা কুড়ি মিনিটে একজন অঙ্গনওয়ারি কর্মীর সাহায্যে প্রসব করেন হরিয়ানার ওই মহিলা।
প্রসবের পর অবশ্য সন্তান এবং মা দুজনকেই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেই সুস্থ আছেন।