কোভিডের (Covid 19) ভয়। তিন বছর ধরে ঘরে বন্দি রাখার পর সদ্য বাইরে বেরিয়েছেন। জানা গিয়েছে, ১০ বছরের ছেলেকে নিয়ে ঘরবন্দি হন ওই মহিলা। এমনই ঘটনা ঘটেছে গুরুগ্রামে (Gurugram)। মহিলার নাম মুনমুন মাঝি।
কোভিডের প্রকোপে ২০২০ সালে যখন সবাই ঘরবন্দি হয়েছেন।, সেই সময়ই ছেলেকে নিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। সেই সময় সঙ্গে ছিলেন স্বামী সুজন মাঝিও। এরপর কোভিডের পর স্বাভাবিক হয়েছে জনজীবন। সুজনের অফিসও ওয়ার্ক ফ্রম হোম থেকে অনসাইট হয়ে গিয়েছে। কিন্তু মুনমুন জেদ ধরে বসে থাকেন, তিনি বাইরের কাউকে ঘরে ঢুকতে দেবেন না। কাছেই ভাড়া নিয়ে থাকতে হয় তাঁর স্বামীকে।
আরও পড়ুন: স্কুলে না গিয়েও টাকা পাওয়ার অভিযোগ, অনুব্রত-কন্যার বেতন বন্ধ করল পর্ষদ
বারবার স্ত্রীর কাছে বার্তা পাঠিয়েছেন সুজন মাঝি। শ্বশুর-শাশুড়িকে দিয়ে বলিয়েছেন তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ এসে দরজা খুলে অবশেষে মহিলা ও তাঁর সন্তান বার করে। চক্করপুর থানার সাব ইন্সপেক্টর প্রবীণ কুমার জানান, প্রথমে ঘটনাটি তাঁরা পাত্তা দেননি। এরপরই সুজন স্ত্রীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলিয়ে দেন। এরপরই পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।