Gyanvapi Masjid sealed: ‘শিবলিঙ্গ’ পাওয়ার দাবি, জ্ঞানবাপী মসজিদ সিল করে সিআরপিএফ মোতায়েন

Updated : May 16, 2022 22:18
|
Editorji News Desk

উত্তরপ্রদেশের (UP) জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে  আদালতে সমীক্ষা রিপোর্ট পেশের পরেই মসজিদ চত্বরের বিভিন্ন এলাকা সিল করার পাশাপাশি সেখানে সিআরপিএফ (CRPF) মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বারাণসীর আদালতের নির্দেশে এক সমীক্ষক দল গত শনিবার থেকে মসজিদের দু’টি গম্বুজ, ভূগর্ভস্থ অংশ ও জলাশয় সহ বিভিন্ন জায়গা খতিয়ে দেখে ও তার ভিডিয়োগ্রাফি করে। সমীক্ষক দলের তরফে সোমবার ভিডিয়োগ্রাফি সহ একটি রিপোর্ট আদালতে পেশ করা হয়। এরপরেই আদালতের নির্দেশে মসজিদ চত্বরের ভূগর্ভস্থ ঘর, জলাশয় এবং আরও কিছু জায়গা সিল করে সিআরপিএফ মোতায়েন করে উত্তরপ্রদেশ সরকার। আদালতের তরফে বারাণসীর জেলাশাসক, পুলিশ কমিশনার এবং সিআরপিএফ কমান্ডান্টকে মসজিদ চত্বরের নিরাপত্তা বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জ্ঞানবাপী মসজিদের বিভিন্ন অংশের সমীক্ষা ও ভিডিয়োগ্রাফির রিপোর্ট সোমবার আদালতে পেশ করার পর হিন্দু আবেদনকারীদের তরফে আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী দাবি করেন, মসজিদ চত্বরের জলাশয়ে ‘শিবলিঙ্গ’ পাওয়া গেছে, তাই আদালত মসজিদ চত্বর সিল করার নির্দেশ দিয়েছে। যদিও মসজিদ চত্বরে শিবলিঙ্গ মিলেছে কি না, সেই বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু বলতে চাননি বারাণসী জেলা ম্যাজিস্ট্রেট কৌশল রাজ শর্মা।

আরও পড়ুন৭ বছর ধরে নাবালিকাকে 'ডিজিটাল রেপ', গ্রেফতার ৮১ বছরের বৃদ্ধ

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা ও ভিডিয়োগ্রাফি বন্ধের দাবিতে এলাহাবাদ হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল তা আদালত খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। আজ সুপ্রিম কোর্ট জানিয়েছে, মঙ্গলবার মামলাটির শুনানি হবে।

উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এই প্রসঙ্গে টুইট করেছেন: "যতই আপনি সত্য গোপন করুন না কেন, সেটি সর্বদা প্রকাশ পাবে"। অন্যদিকে এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, মুসলমানরা বাবরি মসজিদের পরে "আরও একটি মসজিদ" হারাতে প্রস্তুত নয়।

GyanwyapiGyanvapi disputeVaranasigyanvapi masjidVaranasi Court

Recommended For You

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে

editorji | ভারত

ABHA Card: স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার বিশেষ অ্যাকাউন্ট, লিঙ্ক করতে হবে আধার

editorji | ভারত

Fake International Call: আন্তর্জাতিক নম্বর থেকে ভুয়ো কল! হোয়াটসঅ্যাপে স্প্যাম থেকে বাঁচতে কী করবেন

editorji | ভারত

Abhishek Banerjee : নেত্রী মমতাকে ইন্ডিয়া জোটে চান অভিষেক, নির্বাচন নিয়ে কটাক্ষ কেন্দ্রকে

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর