H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপে দুজনের মৃত্যু হয়েছে দেশে। তারপর থেকেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অন্যদিকে, করোনা কাটতে না কাটতেই চিনে ইনফ্লুয়েঞ্জার প্রকোপে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমনকী লকডাউনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আশঙ্কা থেকেই যাচ্ছে এই ভাইরাসের দ্বিতীয় করোনা মহামারীর মতো উদ্বেগ জনক হয়ে ওঠার।
করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর ধরে উদ্বেগে রয়েছে গোটা বিশ্ব। এর মধ্যেই ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ঋতু পরিবর্তনের সময় ইনফ্লুয়েঞ্জা হওয়া স্বাভাবিক। কিন্তু করোনা পরিস্থিতিতে গত দুই বছর ধরে ইনফ্লুয়েঞ্জা হয়নি। তবে, বর্তমানে বিধিনিষেধ না থাকায় ক্রমশই শিশুদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ। বাড়ছে আতঙ্ক।
আরও পড়ুন- H3N2 ভাইরাসে দেশে প্রথম রোগীর মৃত্যু, বিবৃতি কেন্দ্রের
ঋতু বদল হতেই ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার প্রকোপ বাড়ছে। দেখা দিচ্ছে শ্বাসকষ্টের সমস্যাও। চিকিৎসকরা জানিয়েছেন, এই H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।