দিল্লির হনুমান জয়ন্তীতে (Delhi Hanuman Jayanti Clash) হিংসা ছড়ানোয় অন্যতম মূল অভিযুক্ত আনসারকে (Main accussed Ansar) গ্রেফতার করে রবিবার রোহিনি জেলা আদালতে তোলে পুলিশ। আদালতে যাওয়ার 'পুষ্পা স্টাইলে' হাসতে হাসতে ক্যামেরাম্যানদের পোজ দিল আনসার। জাহাঙ্গীরপুরির ঘটনায় মোট ২৩ জন গ্রেফতার হয়েছে। এদের মধ্যে দুজন নাবালক।
সম্প্রতি হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়ানোকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে দিল্লির জাহাঙ্গিরপুরি (Jahangir puri) এলাকা। হিংসার ষড়যন্ত্রে মূল অভিযুক্ত হিসাবে উঠে আসে আনসারের নাম। রবিবার অন্যান্য অভিযুক্তদের সঙ্গে তাকেও হাজিরা দিতে হয় দিল্লির রোহিনি ডিস্ট্রিক্ট কোর্টে (Rohini District Court)। যেখানে হাসতে হাসতেই 'পুষ্পা স্টাইলে' আদালতে ঢোকে আনসার।
অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরাখণ্ডেও একই রকমের ঘটনার খবর এসেছে। অন্ধ্রপ্রদেশের কুরনুল থেকে ২০ জনকে আটক করা হয়েছে। কর্নাটকের হুব্বালি থেকে ১৫ জনকে ১৪৪ ধারায় পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।