তান্ত্রিক হতে গেলে দীপাবলির রাতে বলি দিতে হবে এক নাবালিকাকে! সেই লক্ষ্যেই ৭ বছরের শিশুকন্যাকে খুন করে হরিয়ানা থেকে কলকাতায় পালিয়ে আসতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল যুবক।
ধৃত শিবকুমারকে কালকা মেলের এস-৬ কামরা থেকে গ্রেফতার করা হয়। হাওড়া জিআরপির কাছে শিবকুমারের নাম, ছবি পাঠানো হয় হরিয়ানা থেকে। জানানো হয়, এক নাবালিকাকে ধর্ষণ ও খুন করে হরিয়ানার পানিপথ থেকে কালকা মেলে চড়ে হাওড়া নামার পরিকল্পনা রয়েছে তাঁর। খবর পেয়েই বর্ধমান স্টেশন থেকেই শিবকুমারের ওপর নজরে রাখা শুরু হয়।
Ankush-Oindrila: টলিউডে আবার ভাঙন? ঐন্দ্রিলার ছবি পোস্ট করে 'মিস ইউ' কেন লিখলেন অঙ্কুশ?
ট্রেন হাওড়া আসতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হরিয়ানা পুলিশের একটি দল হাওড়ায় এলে তাদের হাতে শিবকুমারকে তুলে দেয় জিআরপি। জানা গিয়েছে, ২০১৫ সালেও এক বাচ্চা ছেলেকে বলি দেওয়ার চেষ্টা করেছিল শিবকুমার।