কথায় আছে, শিক্ষাই আনে চেতনা। কিন্তু এ কোন শিক্ষার নজির তৈরি করল উত্তরপ্রদেশ? কোনও ছাত্রকেও যদি এভাবে মারা হত, তাহলেও তাতে নিন্দা হত। কিন্তু উত্তরপ্রদেশে তার চেয়েও মারাত্মক কাণ্ড ঘটেছে। সেখানকার এক স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের সামনেই জুতোপেটা করলেন নিজের স্কুলের পার্শ্ব শিক্ষিকাকে। মারধরের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপরেই ঐ অভিযুক্তকে বরখাস্ত করে রাজ্যের স্কুল শিক্ষা দফতর।
লখিমপুর খেরির (Lakhimpur Kheri) এক প্রাথমিক বিদ্যালয়ের প্যারাটিচার সীমা দেবীকে মারধরের অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক অজিত কুমার বর্মার বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ছাত্রছাত্রী ও সহকর্মীদের সামনেই উত্তেজিত বচসা চলছে ওই শিক্ষিকা ও প্রধান শিক্ষকের মধ্যে। আচমকাই শিক্ষিকাকে জুতো দিয়ে মারতে শুরু করেন প্রধান শিক্ষক অজিত কুমার বর্মা। বেশ কয়েকবার আঘাত করার পর বাধা দেন পাশে দাঁড়ানো আরেক শিক্ষক।
শুক্রবারের ঘটনার পর অজিত কুমার বর্মার বিরুদ্ধে প্যারাটিচার সীমাদেবী পুলিশে অভিযোগ দায়ের করেন। নিজের অভিযোগে জানান, ২৪ জুন ৭টা বেজে ৩৫ মিনিটে স্কুলে পৌঁছান তিনি। এরপরেও তাঁকে উপস্থিতির খাতায় স্বাক্ষর করতে দিচ্ছিলেন না প্রধান শিক্ষক। তাঁর নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া হয়। কেন এমন কাজ করা হল, প্রশ্ন করতেই তাঁকে মারধর করেন অজিত কুমার বর্মা। শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষককে।