বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্রে। আর তার জন্য পুণে সহ পাঁচ জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করল মৌসম ভবন। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
কয়েকদিন ধরেই পুণেতে চলছে প্রবল বর্ষণ। এদিকে স্থানীয় খাধাখাসলা ড্যাম থেকে জল ছাড়ার ফলে সংলগ্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে। পুণে রেলওয়ে স্টেশন, সিংহাগদ রোড, বানের, বালেওয়াড়ি এলাকা এখনও জলের তলায়। কয়েক হাজার মানুষ বাসস্থান হারিয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ৪০০০ জনের থাকার ব্যবস্থা করেছে পুণে মিউনিসিপ্যাল কর্পোরেশন। স্থানীয় স্কুল, মন্দির এবং বিয়েবাড়িতে রাখা হয়েছে তাঁদের।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, খাদাখাসলা ড্যাম থেকে ৩৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। সেকারণে স্থানীয় সোসাইটি, বাংলো সহ বিভিন্ন এলাকায় জলের তলায়।
তবে মুম্বই সহ পুণের পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই। মুম্বই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবারও ভারী বৃষ্টি হবে। ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পুণেতে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। সেই কারণে অতি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।
পরিস্থিতি খারাপ হওয়ায় উদ্ধারকাজে সেনা নামনো হয়েছে। এছাড়াও NDRF এবং SDRF এর কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। একাধিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। স্কুল, কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।