প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরপ্রদেশ। শনিবার রাত পর্যন্ত বর্ষণের জেরে মৃত্যু হয়েছে ১০ জনের। সরকারি তথ্য অনুযায়ী জলে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট এবং সাপের কামড়ে মৃত্যু হয়েছে তাঁদের।
বিগত প্রায় ১ সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। তার জেরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রাজ্যের সেচ দফতরের তরফে জানানো হয়েছে বদায়ুঁ জেলায় গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়াও যমুনার জলও বিপদসীমার কাছাকাছি এসে গিয়েছে। দুই নদীর জলস্তর ব্যাপক বেড়ে যাওয়ায় পার্শ্ববর্তী একাধিক এলাকা জলের তলায় চলে গেছে।
অন্যদিকে মথুরা ও বৃন্দাবনের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট জলের তলায় ডুবে গেছে। চাষের জমিতে জল জমে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। গ্রামীণ এলাকায় একাধিক মাটির বাড়ি ভেঙে গেছে বলেও জানা গিয়েছে।
এদিকে সরকারের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে। জলমগ্ন বিভিন্ন এলাকার মানুষদের উদ্ধারকরে সেখানে রাখা হয়েছে।