প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মায়ের শেষকৃত্য সম্পন্ন। মা হীরাবেনের (Heeraben Modi) মৃত্যুর খবর পেয়ে পূর্ব পরিকল্পনিত কর্মসূচি বাতিল করেন প্রধানমন্ত্রী। আমেদাবাদে পৌঁছেই মায়ের দেহ কাঁধে করে ভাইয়ের বাড়ির বাইরে বেরোতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। অন্য ভাইদের সঙ্গে মুখাগ্নি করেন তিনি।
শুক্রবার সকাল ৮টা নাগাদ গান্ধীনগরের বাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ধীরে ধীরে মায়ের দেহ কাঁধে করে বাড়ির বাইরে বেরোতে দেখা যায় তাঁকে। এরপর শববাহী গাড়িতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। নিয়ম মেনে মায়ের অন্তিম সংস্কার করেন তিনি। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: দুর্ঘটনার সময় ঘুমিয়ে পড়েছিলেন, পুলিশকে জানালেন ঋষভ পন্থ
শুক্রবার কলকাতা সফরের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মায়ের প্রয়াণের খবর শুনেই গান্ধীনগরের উদ্দেশে রওনা হন তিনি। গত কয়েকদিন ধরেই শরীর খারাপ ছিল তাঁর। মাকে হাসপাতালে ভর্তি করাতেও গান্ধীনগরে আসেন প্রধানমন্ত্রী।