ED-র হাতে গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ঝাড়খন্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রী তথা জে এম এম নেতা হেমন্ত সোরেন। দুর্নীতি মামলায় বুধবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।
কবে শুনানি?
এবিষয়ে হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, শীর্ষ আদালত মামলা গ্রহণ করেছে। শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চে মামলাটির শুনানি হবে। যদিও কেন্দ্রের সলিসিটর জেনারেল এবিষয়ে প্রশ্ন তুলে বলেছেন, কেন রাঁচি হাইকোর্টকে এড়িয়ে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করা হল।
কী কারণে গ্রেফতার?
জমি সংক্রান্ত জালিয়াতি মামলার নাম জড়ায় হেমন্ত সোরেনের। একাধিক বার তাঁকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। এর আগেও CBI তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। ২৯ জানুয়ারিও হেমন্ত সোরেনের দিল্লির বাসভবনে পৌঁছন ED আধিকারিকরা। যদিও তাঁকে সেখানে না পেয়ে একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল।