সোমবার রামমন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা। আমন্ত্রিক দেশ-বিদেশের হাই প্রোফাইল অতিথি। আসবেন দেশের তাবড় তাবড় সেলিব্রিটিরা। প্রায় ৮০০০ ভিআইপি অতিথি অযোধ্যায় আসবেন। তার আগে অযোধ্যা শহর জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন। রবিবার থেকেই লতা মঙ্গেশকর চকে মোতায়েন করা হয়েছে উত্তরপ্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কয়্যাডের কমান্ডোদের।
উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে নিরাপত্তার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করেছেন তাঁরা। প্রযুক্তিবিদ মিলিন্দরাজের একটি ড্রোন অযোধ্যায় ব্যবহার করছে পুলিশ। এই ড্রোন এয়ার পুলিশের কাজ করবে। যা পুলিশ আধিকারিকদের কাজ অনেক সহজ করে দেবে।
এছাড়াও উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ আধিকারিকরা একাধিক জোনে দায়িত্বে থাকবেন। সরযূ নদীতে পুলিশ বোটের মাধ্যমেও পেট্রোলিং করবে। বিভিন্ন বড় বড় মোড়, এলাকায় থাকবে পুলিশ ও কমান্ডো আধিকারিকরা।