জিএসটি (GST) থেকে সর্বকালের সর্বোচ্চ আয় কেন্দ্রের। ব্যক্তিগত কর কাঠামো (Income Tax Slab) একই থাকছে, ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।
জানুয়ারি মাসের শেষে কেন্দ্রের কোষাগারে জিএসটি থেকে এসেছে ১ লক্ষ ৪০ হাজার ৯৮৬ কোটি টাকা। 'এক দেশ এক কর' ব্যবস্থা স্বপ্নপূরণে কাজ করছে জিএসটি।
আরও পড়ুন: সামনেই কেন্দ্রীয় সরকারি চাকরির সুযোগ! কত তারিখের মধ্যে আবেদন করবেন, দেখে নিন
বাজেটে স্টার্ট আপদের (Start Up) আরও এক বছর কর ছাড় কেন্দ্রের। প্রত্যাশা থাকলেও আয়কর কাঠামোয় কোনও বদল হচ্ছে না। অর্থনীতিতে ভারসাম্য রাখতে একই থাকছে ব্যক্তিগত কর কাঠামো। ডিজিটাল সম্পত্তিতে কর বসছে। নতুন অর্থবর্ষ থেকে এই কর দিতে হবে।