কংগ্রেস শাসিত হিমাচলে (Himachal) আদানিদের (Gautam Adani) সংস্থায় হানা দিল সে রাজ্যের আয়কর ও আবগারি দফতরের (দক্ষিণ শাখার) আধিকারিকরা । বুধবার সন্ধ্যায় আদানি উইলমার লিমিটেডের গুদামে অভিযান চালায় তাঁরা । সংবাদ সংস্থা পিটিআই -এর খবর অনুযায়ী, এটা কেবল 'রুটিন নজরদারি' ছিল ।
আদানি বিতর্ক প্রায় প্রতিদিনই কেন্দ্র ও বিরোধীদের তরজায় তোলপাড় হচ্ছে সংসদ । বিশেষ করে 'আদানি' প্রসঙ্গে কেন্দ্রকে ক্রমাগত কোণাঠাসা করে চলেছে কংগ্রেস । এরই মাঝে, কংগ্রসে শাসিত হিমাচলে আদানি গোষ্ঠীর এক সংস্থার অফিসে আয়কর দফতরের অভিযান বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । যদিও অভিযান চালিয়ে, কোনও গোপন তথ্য পেয়েছেন কি না তা জানা যায়নি ।
জানা গিয়েছে, আদানি উইলমারের মূলত নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবসা । হিমাচলের আবগারি দফতর সূত্রে খবর, রাজ্যে আদানি গোষ্ঠীর মোট সাতটি সংস্থা ব্যবসা করছে ।
বৃহস্পতিবারও আদানি বিতর্কে উত্তাল হয় রাজ্যসভা । প্রধানমন্ত্রীর ভাষণের মাঝেই ওঠে 'মোদী-আদানি ভাই-ভাই' স্লোগান । বিরোধীদের হইচই-এর মধ্যে একাধিকবার বলতে গিয়ে থমকে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় বারবার বিরোধীদের থামানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি । জবাবে, এদিনও সন্তর্পণে বিষয়টি এড়িয়ে যান প্রধানমন্ত্রী ।