হিমাচল প্রদেশে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ র্যাফ্টিং (rafting) ও প্যারাগ্লাইডিং (paragliding)। বর্ষা শেষ হতেই উৎসবের মরশুমে এই দুইয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল হিমাচল প্রদেশ (Himachal Pradesh government lifted ban) সরকার। যদিও, সুখবর কেবলমাত্র এই দুটি ক্ষেত্রেই প্রযোজ্য! কারণ, র্যাফ্টিং ও প্যারাগ্লাইডিং-এ ছাড় পেলেও উঁচু পাহাড়ে ট্রেকিং ও অভিযানে এখনও ছাড়পত্র দেয়নি হিমাচল প্রদেশ সরকার।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে এই ধরনের কার্যকলাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশ (Himachal Pradesh) বিবিধ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রুলস, ২০১৭-এর অধীনে অন্যান্য রোমাঞ্চকর ও দুঃসাহসিক কার্যকলাপের সঙ্গে হিমাচল প্রদেশের অ্যারো স্পোর্টস (Aarow sports) ২০০৪, নিয়মের অধীনে হিমাচল প্রদেশ সরকার (Himachal Pradesh governement) প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত প্যারাগ্লাইডিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: খিদের জ্বালায় চিৎকার-কান্নাকাটি, শিশুকন্যাকে মাথা ঠুকে-শ্বাসরোধ করে খুনের অভিযোগ
ট্রেকিংয়ের অনুমতি নেই ঠিকই, তবে তাতে না দিলেও প্যারাগ্লাইডিং ও র্যাফ্টিংয়ে ছাড় দেওয়াতে স্থানীয় হোটেল মালিকরা দারুণ আনন্দিত। অ্যাডভেঞ্চার স্পোর্টস পুনরায় চালু হওয়ায় ওই অঞ্চলে ফের পর্যটকের সংখ্যা বৃদ্ধির আশা করছেন তাঁরা। হিমাচল প্রদেশের স্থানীয়দের অন্যতম জীবিকা সাধারণত এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের ওপরই নির্ভরশীল।