মাস্ক পরা বাধ্যতামূলক। ঘোষণা করল হিমাচল প্রদেশ সরকার (Himachal Pradesh)। বিএফ.৭ ভাইরাস মোকাবিলা করতে রাজ্যবাসী এবং বাইরে থেকে হিমাচলে আসা পর্যটক (Tourist) সকলের জন্যই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে।
কিছুদিন আগেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখু সে রাজ্যে আসা পর্যটকদের মাস্ক পরার অনুরোধ করেছিলেন। এবার এই বিষয়ে জারি করা হয়েছে সরকারি নির্দেশিকা। বছর শেষে উৎসবের মরসুমে (Christmas) অনেকেই গন্তব্য হিসেবে বেছে নেন পাহাড় ঘেরা হিমাচলকে। এই সময়ে দেশের বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা আসেন হিমাচলকে। কিন্তু পর্যটকদের মাধ্যমে যাতে করোনা সে রাজ্যে ছড়িয়ে না ছড়ায়, সেই বিষয়ে আগাম সতর্কতা নিয়েছে হিমাচল প্রদেশ সরকার।
আরও পড়ুন- এবার আগ্রায় করোনা আক্রান্ত যুবক, চিন থেকে ফিরতেই আক্রান্ত কোভিডের নয়া স্ট্রেনে
চিনের করোনা অতিমারির দাপট অব্যাহত। যা নিয়ে আশঙ্কায় ভুগছে বিশ্ব। ভাইরাসের মোকাবিলায় সতর্ক ভারত সরকার। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠকে বসেছেন। প্রতিটি রাজ্যকে বাড়তি সতর্কতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে হিমাচলের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই বিষয়ে আগাম সতর্ক হিমাচল সরকার।