শুক্রবার ভোররাতে ১০০ বছর বয়সে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী। গান্ধীনগরেই হবে শেষকৃত্য। পূর্বনির্ধারিত কলকাতা সফর বাতিল করে আমেদাবাদ পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী।
গত মঙ্গলবার থেকে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে ৩ টে ৩৯ মিনিটে আমেদাবাদের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন।
মায়ের মৃত্যুর খবর টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। অসুস্থ হওয়ার পর বুধবারই আমেদাবাদের হাসপাতালে গিয়েছিলেন নরেন্দ্র মোদী।
শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। সফর বাতিল হলেও বিজেপি সূত্রে খবর, কলকাতার সমস্ত কর্মসূচিই নির্দিষ্ট সময়ে শুরু হবে। প্রধানমন্ত্রী মোদী যোগ দিতে পারেন ভার্চুয়ালি।