১৮ মার্চ তারিখটি স্বাধীনতার ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১৯২২ সালে আজকের দিনেই ব্রিটিশ আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় মহাত্মা গান্ধীকে ৬ বছরের কারাদণ্ড দেয়। চৌরিচৌরায় বিক্ষোভ চলাকালীন হিংসা ছড়িয়ে পড়ে। নিহত হন ২২ জন। এরপরেই গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন, কিন্তু এই ঘটনার জন্য ব্রিটিশ সরকার গান্ধীজীকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে দোষী সাব্যস্ত করে এবং সাজা দেয়।
আজকের দিনের ইতিহাস বই প্রেমীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ১৯৭২ সালে আজকের দিনেই ভারতে প্রথমবার 'বিশ্ব বইমেলা'র আয়োজন করা হয়েছিল। মেলাটি হয়েছিল দিল্লির প্রগতি ময়দানে। চলেছিল ১৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। মেলায় ২০০ জনেরও বেশি প্রকাশক অংশগ্রহণ করেছিলেন। তৎকালীন রাষ্ট্রপতি ভি.ভি. গিরি এই মেলা উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন - CAA-র বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিনারাই-এর সরকার, শুনানি মঙ্গলবার
ইতিহাসের তৃতীয় পর্বে আমরা জানব বলিউড সুপারস্টার শশী কাপুরের সম্পর্কে। যিনি ৫০ থেকে ৬০ দশকে ১৬০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন। আজ তাঁরই জন্মবার্ষিকী। ১৯৩৮ সালের ১৮ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। নিজের অভিনয়ের জন্য পদ্মভূষণ এবং দাদা সাহাব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিল শশী কাপুর।