ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
ভারতের ইতিহাসে আজকের দিনের ঘটনা প্রায় সকলেরই জানা। ২০০১ সালের ১৩ ডিসেম্বর ঘটেছিল ভয়ঙ্কর একটি ঘটনা। আজকের দিনেই সংসদ ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যদিও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় সংসদের ভিতরে ঢুকতে ব্যর্থ হয় তারা।
১৯৮৯ সালের আজকের দিনে আরও একটি বড় ঘটনা ঘটেছিল। ওই বছরেই জঙ্গিদের হাতে অপহৃত হয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মুফতি মহম্মদ সইদের কন্যা। জেল বন্দি এক অপরাধীকে ছেড়ে দেওয়ার দাবিতে অপহরণ করা হয়েছিল তাঁকে। ১৩ অক্টোবর মন্ত্রীকন্যার মুক্তির জন্য অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছিল।
আজকের দিনে মিস ইউনিভার্স ২০২১ শিরোপা পেয়েছিলেন ভারতীয় অভিনেত্রী এবং মডেল হার্নাস সান্ধু। সারা বিশ্বের প্রায় ৮০টি দেশ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তার মধ্যে জয়লাভ করেন ভারতীয় ওই অভিনেত্রী।