ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
১৯৯৭ সালের ২২ ফেব্রুয়ারি ক্লোনিংয়ের মাধ্যমে একটি ভেড়া তৈরি করা হয়। তান নাম দেওয়া হয় ডলি। এই পদ্ধতিতে কোনও সঙ্গম ছাড়াই ওই ভেড়ার জন্ম দেওয়া হয়। স্কটল্যান্ডের রোজলিন ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
১৯৭৪ সালের আজকের দিনেই আলাদা দেশ হিসেবে পরিচিত পায় বাংলাদেশ। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকর আলি একটি সম্মেলনে এই ঘোষণা করেন।
১৯৪৪ সালের আজকের দিনেই আমেরিকার এয়ার ফোর্সের ভুলে প্রাণ যায় প্রায় ৮০০ জন নিরীহ নাগরিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘটনাটি ঘটে। জানা যায়,নেদারল্যান্ডের নিজমেগেন, আর্নহেম, এনশেডে এবং ডেভেনটার শহরে ভুল বশতঃ বোমা নিক্ষেপ করে আমেরিকার বায়ু সেনা।