ইতিহাস মানেই বিস্ময় ও কৌতূহল! কত ঘটনা ও দুর্ঘটনা মিলেমিশে যে তৈরি হয় মানবসভ্যতার স্বতন্ত্র ইতিহাস, লড়াইয়ের ইতিহাস, তার ইয়ত্তা নেই! একেবারে স্বতন্ত্র বিশেষত্ব নিয়ে টিকে থাকে ইতিহাসের প্রতিটি দিনই। দিনটি হয়তো সাক্ষী থেকেছিল মানবসভ্যতাকে (On this day in history) একেবারে খোলনলচে বদলে দেওয়া কোনও আবিষ্কারের। অথবা, হয়তো ওই দিনে জন্মগ্রহণ বা মৃত্যুবরণ করেছিলেন মানবসভ্যতার ইতিহাসকে নাড়া দেওয়ার মত কোনও ব্যক্তিত্ব। কিংবা, হয়তো কোনও ভয়াবহ ঘটনা বা দুর্ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব তথা এই দেশ। এমনই প্রতিটি দিনকে এবার থেকে আমরা দেখব ইতিহাসের চোখে।
বিগত বছরগুলিতে আজকের দিনে ঘটেছে অনেকগুলি ঘটনা। তারমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আমরা জেনে নেব।
আজকের দিনে একাধিক ঘটনা ঘটেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল সবরমতী এক্সপ্রেসের অগ্নিকাণ্ড। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাতের গোধরা স্টেশন ছাড়ার পর আগুন লাগে সবরমতি এক্সপ্রেসে। ওই ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়। উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে ওই ট্রেনে করে ফিরছিলেন হিন্দু পুণ্যার্থীরা। তদন্তে জানা যায়, গোধরা স্টেশন ছাড়ার পর কয়েকজন দুষ্কৃতী চেন টেনে ট্রেন থামায় এবং আগুন লাগিয়ে দেয়।
১৯৩১ সালের আজকের দিনে আত্মহত্যা করেছিলেন চন্দ্রশেখর আজাদ। তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ পুলিশের হাত থেকে গ্রেফতারি আটকাতেই আত্মহত্যা করেন তিনি।
বিশ্বের ইতিহাসে আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ। ২০১০ সালের ২৭ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প হয়েছিল চিলিতে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৮.৮। মৃত্যু হয়েছিল প্রায় ৫০০ জন। এবং ৮ লাখ মানুষ ঘরছাড়া হয়েছিলেন।