রোগী অথবা তাঁর আত্মীয়দের অনুমতি ছাড়া গুরুতর কোনও অসুস্থকে ইনসেনটিভ কেয়ার ইউনিট বা ICU তে ভর্তি করা যাবে না। এমনই একটি গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
ওই গাইডলাইনে জানানো হয়েছে, কোনও অসুস্থ রোগীকে যদি আর চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব না হয় তাহলে সেই রোগীকে ICU তে রাখা অর্থহীন। তবে যদি কোনও রোগী ICU তে চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠতে পারে তাহলে সেক্ষেত্রে রোগী বা তাঁর পরিবারের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। এবং অতিমারীর ক্ষেত্রে ICU-তে ভর্তির সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে।
ওই গাইডলাইনে জানানো হয়েছে, যদি কোনও রোগীর শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয় অথবা শ্বাসযন্ত্রের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে রোগীকে ICU তে ভর্তি রাখা যেতে পারে। এছাড়াও ICU তে রোগীর রক্তচাপ, শ্বাস প্রশ্বাসের ধরণ, হৃদ্স্পন্দন সহ একাধিক বিষয়ে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ করতে হবে।