হায়দরাবাদে (Hyderabad) ৭ নাবালককে যৌন হেনস্থার (Sexual Abuse) অভিযোগ উঠল হোস্টেল ওয়ার্ডেনের (Hostel Warden) বিরুদ্ধে । ঘটনায় ৩৫ বছরের ওই ওয়ার্ডেনকে (পুরুষ) গ্রেফতার করেছে হায়াথনগর থানার পুলিশ । ওই ওয়ার্ডেনের বিরুদ্ধে খারাপভাবে স্পর্শ, যৌন হেনস্থার অভিযোগ তুলেছে ৭ জন পড়ুয়া ।
পুলিশ জানিয়েছে, এক মাস আগেই হোস্টেলের ওয়ার্ডেন হিসাবে যোগ দিয়েছেন । তিনি ওই হোস্টেলেই থাকতেন । অভিযোগ, প্রায়ই ছাত্রদের কাছে যেতেন, ফোনে পর্নোগ্রাফি ভিডিও দেখতে তাদের বাধ্য করতেন । এছাড়া, অনেক সময় ছাত্রদের পাশে গিয়ে ঘুমাতেন, খারাপভাবে তাদের স্পর্শ করতেন বলে অভিযোগ । এমনকী,পড়ুয়াদের স্নানের সময় জোর করে বাথরুমে ঢুকে যেতেন ওই ওয়ার্ডেন । এমন ঘটনা বারবার ঘটতে থাকায় কিছু পড়ুয়া বিষয়টি তাদের মা-বাবাকে জানায় । তারপরই পুলিশো অভিযোগ দায়ের করা হয় ।
হায়াথনগর পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে সাতটি মামলা নথিভুক্ত করেছে । ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৫০৬ ধারা এবং পকসো আইনের অন্যান্য প্রাসঙ্গিক ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে ।