বাংলায় চলছে পুজো। তেমনি দেশের নানা প্রান্তে চলছে নবরাত্রি। কিন্তু এই নবরাত্রি আনন্দ নয়, বেদনা বয়ে আনল মহারাষ্ট্রের গোনগির পরিবারে। স্থানীয় পলগার বিহার আবাসনে চলছিল নবরাত্রির উৎসব। সেই উৎসবে সবার সঙ্গে আনন্দ করতেই যোগ দিয়েছিলেন বছর পঁয়তিরিশের যুবক মণীশ সোনগির।
কিন্তু নাচতে নাচতে বাবার চোখের সামনে মাটিতে লুঠিয়ে পড়েন মণীশ। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা জানিয়েদেন, মণীশ মারা গিয়েছেন।
ছেলের মৃত্য়ুর শোক বরদাস্ত করতে পারেননি বাবা নারাপাজি সোনগির। তিনিও হাসপাতালে জ্ঞান হারান। সেখানেই তাঁর মৃত্য়ু হয়। বাবা ও ছেলের দেহ ময়নাতদন্ত পাঠানো হয়। প্রাথমিক রিপোর্টে দুর্ঘটনা জনিত কারণেই মৃত্যু বলে দাবি করা হয়েছে।