আর কয়েকদিন পরেই রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই প্রকাশ্যে এল উদ্বোধনের আমন্ত্রণপত্রের ছবি। ইতিমধ্যে প্রায় ৬ হাজার কার্ড ছাপানো হয়েছে। এবং সেই কার্ড দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের পাঠানো হয়েছে বলে খবর।
রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, দেশের ধর্মগুরু, সাধু এবং বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্রের একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ওই আমন্ত্রণপত্রের প্রথম পাতায় লেখা রামলালাকে তাঁর আসল জায়গায় ফিরিয়ে আনা হবে। এবং তারপর তার পরবর্তী ধাপগুলিও উল্লেখ করা হয়েছে।
১৫ জানুয়ারি থেকেই শুরু হবে অনুষ্ঠান পর্ব। ১৮ জানুয়ারি থেকে প্রাণ প্রতিষ্ঠা শুরু হবে।মন্ডপের পুজোর পাশাপাশি বাস্তু পুজো, বরুন পুজো, গণেশ পুজো করা হবে। এবং ১৯ তারিখ শেখে যজ্ঞ শুরু হবে।