শনিবার কার্যতই বেজে গেল লোকসভা ভোটের দামামা। মোট ৭ দফায় সারা দেশ জুড়ে চলবে ১৮ তম লোকসভা নির্বাচন। এর মধ্যে, কেবল ৭ দফার ভোট হবে বিহার , উত্তরপ্রদেশ এবং বাংলাতেই। বাকি কোন রাজ্যে, কত দফার ভোট?
দেখে নিন এক নজরে:
২ দফায় ভোট হবে মোট ৪ রাজ্যে- কর্নাটক, ত্রিপুরা, মণিপুর ও রাজস্থানে
২২ টি রাজ্যে এক দফাতেই সেরে ফেলা হবে ভোট গ্রহণ।
অসম এবং ছত্তিশগড়ে হবে মোট ৩ দফায় ভোট।
মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীরে ৫ দফায় হবে ভোট গ্রহণ।