PAN কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জানানো হয়েছে এবার থেকে প্রতিটি PAN কার্ডে থাকবে QR কোড। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওই বৈঠক হয়। কেন্দ্রের নয়া এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে PAN 2.0।
বর্তমানে যাঁরা PAN কার্ড ব্যবহার করছেন তাঁদের ক্ষেত্রে নতুন PAN কার্ড ইস্যু করা হবে। এছাড়াও যাঁরা এবার থেকে নতুন কার্ডের জন্য আবেদন করবেন তাঁরা নতুন QR কোড দেওয়া PAN পাবেন।
অনেকের প্রশ্ন, নতুন PAN কার্ডের জন্য কি কোনও অর্থ খরচ করতে হবে? কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, নতুন PAN কার্ড পাওয়ার জন্য কোনও অর্থ খরচ করতে হবে না। ইতিমধ্যে PAN 2.0 প্রজেক্টের জন্য ১৪৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
PAN 2.0-তে কী কী পরিবর্তন হয়েছে?
মূলত করদাতাদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য PAN 2.0 চালু করা হয়েছে। কী কী সুবিধা পাবেন কর দাতারা?
1) করদাতাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং যাবতীয় কাজকর্ম আরও সহজতর হবে।
2) পেপারলেস সিস্টেম এবং কস্ট-অপটিমাইজিং পরিকাঠামো গঠনে সুবিধা।
3) নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব হবে।
কেন্দ্রীয় সরকারের একটি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত ৭৮ কোটি PAN নম্বর ইস্যু করা হয়েছে। তার মধ্যে ৯৮ শতাংশ ব্যক্তিগত এবং বাকি কোনও সংস্থার PAN। বর্তমানে যাঁদের PAN নম্বর ইস্যু করা হয়েছে তাদের এখনই কোনও আবেদন করতে হবে না। ধীরে ধীরে প্রতিটি PAN আপগ্রেড করা হবে।
তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে এই বিষয়ে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে PAN 2.0 প্রজেক্টের বৈঠক হয়। ওই বৈঠকেই আয়কর দফতরের ওই প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই প্রকল্পটির জন্য় ১৪৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন,বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তা উন্নীতকরণ করা হবে। এবং পুরো পদ্ধতিটি ডিজিটাইজেশন করা হবে। কমন বিজনেস আইডেন্টিফায়ার তৈরি করার চেষ্টা করা হবে। PAN 2.0 প্রজেক্টের জন্য একটি বিশেষ পোর্টাল তৈরি করা হবে। যেখানে বিভিন্ন সমস্যার কথা জানানোর পাশাপাশি নিজের PAN কার্ড আপগ্রেড করতে পারবেন।
কেন্দ্রের এই প্রকল্প নিয়ে আশাবাদী সকলেই। এই বৈঠকের পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, PAN 2.0 কার্যকর হলে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা সহজ এবং আরও উন্নত পরিষেবা পাবেন।
কী কী সুবিধা পাওয়া যাবে?
আর্থিক লেনদেন আরও সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে। QR কোড থাকার ফলে ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।