কেন্দ্রীয় নির্দেশিকায় লাগা হয়েছে CAA . প্রশ্ন হল, এই CAA -এর আবেদন করতে হলে কী কী ‘কাগজ’ প্রয়োজন?
বৈধ নাগরিকত্ব পেতে আবেদন করতে হবে, এর জন্য রয়েছে মোট ৭ রকমের ফর্ম। বিভিন্ন ফর্মের জন্য প্রয়োজন হবে বিভিন্ন নথি।
Citizenship Amendment Act: কী এই CAA? আইন কী বলছে?
১. বাবা মায়ের বার্থ সার্টিফিকেট কিংবা তাঁদের ভারতীয় পাসপোর্ট
২. আবেদনকারীর বৈধ বিদেশি পাসপোর্ট
৩. বাড়ির দলিল
৪. স্টেটব্যাঙ্কে জমা দিতে হবে ৫০০ টাকার একটি চালান
৫. আবেদনকারীর ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, বৈধ দুজন নাগরিকের থেকে।
৬. লাগবে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট
৭. ভারতের যেকোনও একটি ভাষা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
৮. ভিনদেশিদের ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে।